• আগস্ট ২৮, ২০২১
  • শীর্ষ খবর
  • 264
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইউনুছ ওই উপজেলার দক্ষিণ পুকড়া গ্রামের মাজেদ আলীর ছেলে। আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকড়া গ্রামে একটি সমবায় সমিতির বৈঠক চলছিল। সেখানে মাজেদ আলী ও মন্নর মিয়ার পক্ষ নিয়ে দু’দলের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েকজন আহত হন। এদের মধ্যে ইউনুছকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওেয়া হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।