- আগস্ট ২৮, ২০২১
- লিড নিউস
- 230
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে সিলেটে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৭ জন। গেল চব্বিশ ঘন্টায় মাত্র ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৪৫ ভাগ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটে ৬ জন করোনা রোগী মারা গেছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনসহ ৬ জনেই সিলেট জেলায় মারা গেছেন।
সবমিলিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১০৪৩ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৯৫ জনসহ ৮৫৫ জনই মারা গেছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭০ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৩৬ জন ও হবিগঞ্জে ১৫ জন শনাক্ত হন।
সিলেটে এখন করোনাক্রান্তের মোট সংখ্যা ৫২ হাজার ৩৫১ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৪৭৮ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩২ হাজার ৩২৯ জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬০৬১ জন, মৌলভীবাজারের ৭৬৮০ জন ও হবিগঞ্জের ৬২৮১ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল চব্বিশ ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৬ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৯০৫ জনে দাঁড়িয়েছে।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৭৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।