• আগস্ট ৩১, ২০২১
  • শীর্ষ খবর
  • 400
নবীগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত এক

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কামাল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন উপজেলার আমড়াখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেনের পৈতৃক ১৭ একর জমি নিয়ে তার চাচাতো ভাই নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ঘটনায় গত কয়েক মাস ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসেও কোনো সমাধান না হওয়ায় কিছু দিন ধরে দুপক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে কামাল হোসেনের লাগানো ধানগাছ নজরুল ইসলাম গংরা তুলে নিতে গেলে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের পিকলের আঘাতে কামাল হোসেন গুরুতর আহত হন। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে গ্রামবাসী এগিয়ে এসে দুপক্ষকে শান্ত করেন এবং গুরুতর আহত কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর প্রতিপক্ষের আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহতের কামাল হোসেনের ছোট ভাই বদরুল ইসলাম জানান, আমার ভাইকে একা পেয়ে প্রতিপক্ষ নজরুল ইসলামের লোকজন হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেন। আমরা তাকে বাঁচাতে গেলে তাদের হামলায় আমাদের পক্ষের আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।