• সেপ্টেম্বর ১, ২০২১
  • মৌলভীবাজার
  • 312
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাড়ির পাশের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণগড়গাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোলেমান উদ্দিন (১৩) গড়গাও গ্রামের সোলেমান হোসেনের ছেলে। সে গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকাল ৯টায় বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে অসাবধানতায় গাছের ওপরের বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে গেলে সোলেমান উদ্দিনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক।

মরদেহটি ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য প্রশাসনের অনুমতি পেতে চেষ্টা চলছে বলে জানিয়েছে তার পরিবার।