• সেপ্টেম্বর ৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 274
সিলেটে দুই মা‌সের মধ্যে সবচেয়ে কম মৃত্যু গত ২৪ ঘণ্টায়

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ১১ দশমিক ১২।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। গত দুই মা‌সের মধ্যে এক দিনে এটাই সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিলেট বিভাগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল গত জুন মাসের শেষ দিক থেকে। সে সময় থেকে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ শতাংশের ওপরে করোনা শনাক্ত হতো। গত ২ আগস্ট সর্বোচ্চ ৪৩ দশমিক ৬৫ শতাংশ করোনা শনাক্ত হয়। সম্প্রতি করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। গত মঙ্গলবার থেকে সংক্রমণের হার ১০–এর ঘরে ওঠানামা করছিল। তবে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ১২।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তির মধ্যে সিলেট জেলার ৪৭, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১৪ ও মৌলভীবাজারের ১৯ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ২৯৬। এর মধ্যে সিলেট জেলার ৩২ হাজার ৮৩২, সুনামগঞ্জের ৬ হাজার ১৩৭, হবিগঞ্জের ৬ হাজার ৫০৫ ও মৌলভীবাজারের ৭ হাজার ৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেলেন ১ হাজার ৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ৯০০, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জের ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ১০৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৬৯।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২৪ জন। তাঁদের মধ্যে ১৭৬ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারের ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।