- সেপ্টেম্বর ১৩, ২০২১
- শীর্ষ খবর
- 344
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আদের ২ জন নারী ও ৩ জন পুরুষ।
রোববার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টাড় দিকে নগরের তালতলাস্থ রহমানিয়া আবাসিক হোটেলের ৫ম তলার পৃথক কক্ষ থেকে এ ৫ জনকে আটক করার কথা জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আটককৃতদের আদালতের মাধ্যমে সকালে জেলহাজতে প্রেরণ করা হয়।