- সেপ্টেম্বর ২৩, ২০২১
- শীর্ষ খবর
- 368
নিউজ ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা সাড়ে ১১শ’ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ওসমানী হাসপাতালে একজনসহ সিলেট জেলায় ৩ জন করোনা রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫১ জন।
এর মধ্যে ওসমানীতে ১১৬ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬০ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২২ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৮ জন ও হবিগঞ্জের ৩ জন রয়েছেন।
৮১৮ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.১৬ ভাগ।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪১১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৮৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৪৯৮ জন। সুনামগঞ্জের ৬২২৯ জন, মৌলভীবাজারের ৮০৭০ জন ও হবিগঞ্জের ৬৬১৪ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩৪ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৮৪৮ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯৯ জন করোনা রোগী ভর্তি আছেন।