- সেপ্টেম্বর ২৪, ২০২১
- শীর্ষ খবর
- 423

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে মো. মাহিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহিন ওই গ্রামের প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিন বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বসত বাড়ির আঙ্গিনায় পুকুরে মাহিনকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।