• সেপ্টেম্বর ২৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 302
সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শাহিরুল হক চৌধুরী (১৫) সিলেট নগরীর ঘুর্নী আবাসিক এলাকার বাসিন্দা ও স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিরুল হক চৌধুরী ঘূর্ণী আবাসিক এলাকার মাহমুদ চৌধুরীর ছোট ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, আজ (শুক্রবার) বিকেল চারটায় আইপিএসের লাইন বদলাতে গিয়ে বিদ্যুতায়িত হয় শাহিরুল।

পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।