• সেপ্টেম্বর ২৭, ২০২১
  • শীর্ষ খবর
  • 282
লালবাজারে লাখ টাকা দামের বাঘাইড়!

নিউজ ডেস্কঃ সিলেটের লালবাজারে দেখা গেল বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। এ খবর শুনে বাজারে ভিড় জমান অনেকে। উৎসুক মানুষকে মাছের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১০০ কেজি ওজনের মাছটি বাজারে তোলেন মৎস্য ব্যবসায়ী মো. আলাউদ্দিন।

ব্যবসায়ী মো. আলাউদ্দিন জানান, ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। সোমবার সকালে মাছটি এক জেলের কাছে থেকে কিনে আনা হয়।

তিনি বলেন, ‘জেলেদের কাছ থেকে মাছটি আমি কিনে নিই। এক লাখ টাকা পেলে বিক্রি করব। চাহিদা মতো দাম না পেলে মঙ্গলবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।’

মাছ দেখতে আসা নগরের রিকাবীবাজারের বাসিন্দা মো. জুয়েল রানা বলেন, এই বাজারে বড় মাছ প্রায়ই তোলা হয় শুনি। কিন্তু আসতে পারি না। এবার আর মিস করিনি। ১০০ কেজি ওজনের মাছ দেখার জন্য ছুটে এসেছি। যদি কেজি দরে বিক্রি করা হয়, তাহলে কিনবেন বলে জানান তিনি।