• সেপ্টেম্বর ২৯, ২০২১
  • মৌলভীবাজার
  • 361
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার মামলায় যুবক গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর লেখা ও ছবি পোস্ট করার অভিযোগে আবদুল মুমিন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টায় শহরের নতুনবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আবদুল মুমিন নতুনবাজার এলাকায় পানের ব্যবসা করেন। তিনি শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য।

শ্রীমঙ্গল থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ মার্চ একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করা হয়। আবদুল মুমিন সেটা নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, গতকাল রাতে থানার উপপরিদর্শক ইউসুফ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ওই মামলায় আবদুল মুমিনকে আদালতে পাঠানো হবে।