- অক্টোবর ৫, ২০২১
- শীর্ষ খবর
- 281
নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে বিভাগে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৫৪ হাজার ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৯৫৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৫। এর আগে গত রোববার ৭ মাস পর বিভাগে সর্বনিম্ন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৮।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ৮, সুনামগঞ্জে ২ ও মৌলভীবাজারে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদিন হবিগঞ্জে কেউ করোনায় আক্রান্ত হয়নি। বিভাগে মোট শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৬৮, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ ও মৌলভীবাজারে ৮ হাজার ১১২ জন আছেন।
এদিকে বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৫ জন মারা গেছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৮ ও মৌলভীবাজারে ৭২ জনের করোনায় মৃত্যু হয়েছে।
বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন চিকিৎসা নিচ্ছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হচ্ছে। তবে করোনা সংক্রমণ রোধে এখনো সবাইকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।