• নভেম্বর ৭, ২০২১
  • মৌলভীবাজার
  • 332
ফেলে যাওয়া লাখ টাকা যাত্রীকে ফিরিয়ে দিলেন অটোরিকশাচালক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া লাখ টাকা যাত্রীকে ফেরত দিয়েছেন চালক। রোববার বেলা দুইটার দিকে কমলগঞ্জ পৌরসভা মেয়রের মাধ্যমে যাত্রীকে টাকা ফেরত দেন তিনি।

ওই অটোরিকশাচালকের নাম কুশল মাদ্রাজি। যে যাত্রী তাঁর ফেলে যাওয়া টাকা ফেরত পেয়েছেন তাঁর নাম আলিজান বিবি। তাঁর বাড়ি কমলগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামে।

পৌরসভা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিজান বিবি আজ সকাল ১০টার দিকে উপজেলার ভানুগাছ বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য কুশল মাদ্রাজির অটোরিকশায় ওঠেন। পরে অবচেতন মনে অটোরিকশায় একটি ব্যাগে এক লাখ টাকা ফেলে চলে যান তিনি।

অটোরিকশাচালক কুশল মাদ্রাজি সেই টাকা পেয়ে সিএনজি অটোচালক সমিতির কার্যালয়ে যান। সমিতির নেতারা টাকা নিয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের কাছে জমা দেন। এরপর খোঁজ করে আলিজান বিবিকে পৌর মেয়রের কাছে নিয়ে টাকা ফেরত দেওয়া হয়।

টাকার মালিক আলিজান বিবি বলেন, ‘আমার কিছু বলার নাই। সিএনজি চালকের প্রতি আমি সারা জীবন ঋণী হয়ে থাকব।’

কমলগঞ্জ পৌরসভা মেয়র মো. জুয়েল আহমদ জানান, অটোরিকশাচালকের সততার মুগ্ধ হয়ে তাঁকে পুরস্কৃত করা হয়েছে।