- নভেম্বর ৮, ২০২১
- শীর্ষ খবর
- 315
দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৪২) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পার্শ্বে সংযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইলেকট্রিশিয়ান রমজান আলী গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।