- নভেম্বর ১০, ২০২১
- শীর্ষ খবর
- 289
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে ঠিকাদার লিটনের নিয়োগকৃত ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরা বিভিন্ন ভবনের সীমানা প্রাচীর ভাঙার সাথে সাথে সড়কের পাশে দেয়া ইটগুলো তুলে নেয়। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল ঘটনাস্থলে ছুটে যান। তারা সড়কের ইট কোনোভাবেই না তুলার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল।
তিনি বলেন, কুমারপাড়া এলাকায় সিসিকের উন্নয়ন কাজ চলছে। বুধবার দুপুরে কুমারপাড়া এলাকার একটি অংশে ড্রেন নির্মাণের জন্য ভবনগুলোর সীমানা প্রাচীর ভাঙা শুরু করে শ্রমিকরা। এসময় শ্রমিকরা সড়কের পাশের ইট তুলে একত্রিত করা শুরু করলে খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদেরকে নিষেধ করি। পরে সিসিকের চিফ ইনঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে এভাবে কাজ না করার নির্দেশ দেন।
তিনি বলেন, শ্রমিকরা সড়কের আস্তো ইট তুলে নেওয়ার কারণে সড়কটির কাঠামো দুর্বল হয়ে পড়ে।