- নভেম্বর ১৪, ২০২১
- জাতীয়
- 307
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।
খালেদা জিয়াকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। রাতেই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার কথা জানান। ফলে তখন থেকে হাসপাতালের কেবিনে ছিলেন তিনি।
অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ সময় তাঁর বায়োপসি পরীক্ষাও হয়।
এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে করোনা–পরবর্তী জটিলতায় গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সে সময় এক মাসের বেশি সময় হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি।