- নভেম্বর ২৭, ২০২১
- জাতীয়
- 326
নিউজ ডেস্কঃ এবার শুধু বন্দরনগরী চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার সকালে দেশের বিভিন্ন এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। চট্টগ্রাম অঞ্চলে এই ভূকম্পনটি বেশি অনভূত হয়েছিল।