• ডিসেম্বর ৬, ২০২১
  • শীর্ষ খবর
  • 263
নগরীতে ৮টি প্রতিষ্ঠানকে সিলগালা করলো সিসিক

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে নগরীতে ৮টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানগুলো সিলগালা করেন। সেগুলো হচ্ছে- নগরীর তেলিহাওর ও তালতলা এলাকার মদিনা পান ভান্ডার, কুতুবউদ্দিন পান আড়ৎ, সমতা পান ভান্ডার, জেন্টস পার্লার ও একটি ফাস্ট ফুডের দোকানসহ আরও ৩টি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মতিউর রহমান খান।

তিনি জানান, অভিযানকালে আরও চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে থেকে ৬০ হাজার ৫০ টাকা বকেয়া ট্যাক্স আদায় করা হয়।

এমন অভিযান নিয়মিত চলবে বলে জানান নির্বাহী ম্যাজিট্রেট মতিউর রহমান খান।