- ডিসেম্বর ১৮, ২০২১
- শীর্ষ খবর
- 395
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তৃতীয় লিঙ্গের সুরমা। কোথাও বৈষম্যের শিকার না হয়ে বরং ভোটারদের সাড়া পাওয়ায় জয়ে আশাবাদী তিনি।
সুরমা ইউনিয়নটির ভাদিকারা ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ক্যামেরা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। প্রতিদিন তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
স্থানীয়রা জানান, এই প্রথমবার লাখাইয়ে তৃতীয় লিঙ্গের কেউ প্রার্থী হলেন। সুরমা সর্বত্র প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোথাও তাঁকে বৈষম্যের চোখে দেখা হচ্ছে না। সবাই তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছেন। তাঁর পোস্টারগুলো শোভা পাচ্ছে নির্বাচনী এলাকার সব স্থানে।
সুরমা বলেন, প্রচারণায় আমি আমার গ্রামের মুরুব্বী ও সব শ্রেণির মানুষের সহযোগিতা পাচ্ছি। তারা আমার প্রতি সহানুভূতিশীল। তবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঝেমধ্যে আমার পোস্টার ছিঁড়ে ফেলে। আমি জয়ের জন্য আশাবাদী।
আগামী ২৬ ডিসেম্বর লাখাই উপজেলার ৬৫টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে।