• ডিসেম্বর ২০, ২০২১
  • মৌলভীবাজার
  • 504
ইউপি নির্বাচন: কমলগঞ্জে ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

মৌলভীবাজার প্রতিনিধিঃ আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ ডিসেম্বর) কমলগঞ্জে আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত‍্যাহার করেছেন।

এরমধ‍্যে তিন জন চেয়ারম্যান প্রার্থী এবং পাঁচজন সদস‍্য প্রার্থী।

মনোনয়নপত্র প্রত্যাহার করা তিন চেয়ারম্যান প্রার্থী হলেন- ২নং পতনঊষার ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান, ৪নং শমসেরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তানিয়া তারিন ও ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মৌরীন কিবরিয়া।

এর আগে ১৮ ডিসেম্বর আপিলে এক ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করবেন।