• ডিসেম্বর ২৫, ২০২১
  • শীর্ষ খবর
  • 408
বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমন মিয়া ওই গ্রামের আনিস মিয়ার ছেলে।

বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, সুমন মিয়া নামে ওই যুবক বাড়ির পার্শ্ববর্তী একটি গ্যারেজে তার চাচাতো ভাইয়ের একটি টমটম চার্জ থেকে খুলে দিতে যায়। এসময় অসাবধানতা বশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সুমনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনসহ বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।