• ডিসেম্বর ২৫, ২০২১
  • বিজ্ঞপ্তি
  • 452
হবিগঞ্জে পুলিশের হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির মিছিল-সমাবেশ

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে বিএনপির মিছিলে হামলার প্রতিবাদে ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদানকলে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে দ্রুত বিদেশ পাঠানোর দাবিতে হবিগঞ্জ বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও নির্বিচারে গুলীবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সরকারি বাহিনীকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। হবিগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা কোনো কারণ ছাড়াই বিএনপির দলীয় নেতাকর্মীদের গুলীবর্ষণ করেই ক্ষান্ত হননি। আহত নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। তারা এর মাধ্যমে দেশের রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করে বিরোধী নেতাকর্মীদের উপর হামলা মামলা ও নির্যাতনের পথ প্রশস্ত করছেন। এর পরিণতি কারো জন্য মঙ্গলজনক হবে না। সকল জুলুম নিপীড়নের বিচার বাংলার মাঠিতে হবেই।

বিএনপির মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভেকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম, বিএনপি নেতা শহীদ আহমদ চেয়ারম্যান, কামরুল হাসান চৌধুরী শাহীন, জেলা সাবেক স্বাস্থ্য সম্পাদক আ ফ ম কামাল, সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাবেক সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ খান, সাবেক সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এনামুল হক মাক্কু, সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, আজাদ মেম্বার, কামরুজ্জামান দীপু, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।