- ডিসেম্বর ২৯, ২০২১
- মৌলভীবাজার
- 461
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে সংরক্ষিত বনের গাছ কর্তন, বনকর্মীদের অবরুদ্ধ করে রাখার দায়ে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুল বাছিতকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বন আদালত।
গতকাল মঙ্গলবার তাঁকে এই সাজা দেওয়া হয়। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল বাছিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী (ফুটবল প্রতীক)। তাঁর বাড়ি সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে।
বিজ্ঞাপন
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, ২০১৬ সালে সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে এবং গাছ চুরির প্রতিরোধকালে বনকর্মীদের অবরুদ্ধ করে রাখার চেষ্টার অভিযোগে আবদুল বাছিতকে আসামি করে একটি মামলা করে বন বিভাগ। মামলার রায়ে আদালত আবদুল বাছিতকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, তাঁরা আদালতের রায়ের কোনো অনুলিপি পাননি। কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে রায়ের কপিসহ লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে পাঠাতে পারেন। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।