• জানুয়ারি ১৫, ২০২২
  • শীর্ষ খবর
  • 479
আবারও করোনায় আক্রান্ত খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় সেলফ আইসোলেশনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু।

তিনি জানান, করোনার উপসর্গ থকায় খন্দকার আব্দুল মুক্তাদির করোনার পরীক্ষা করান। আজ শনিবার সকালে রিপোর্ট এসেছে তিনি পজিটিভ।

পাপলু জানান, শারীরিক বড় কোনো সমস্যা নেই খন্দকার আব্দুল মুক্তাদিরের। তিনি সুস্থতার জন্য সিলেটবাসীর দোয়া কামনা করেছেন।

এর আগে ২০২১ সালের মার্চ মাসে তিনি স্বস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এবং কিছুদিন প্রথমিক চিকিৎসা শেষে সুস্থ হন।

প্রসঙ্গত, গেল জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার মুক্তাদির সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।