- জানুয়ারি ১৫, ২০২২
- শীর্ষ খবর
- 334
নিউজ ডেস্কঃ সিলেটে গত চব্বিশ ঘন্টা করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ জন মারা গেছেন। আর সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ১০ শতাংশ!
টানা ২২ দিন করোনায় মৃত্যুহীন ছিল সিলেট। এই নিরবতা ভেঙে গত বুধবার সকাল বৃহস্পতিবার সকালের মধ্যে চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু হয়।
এরপর গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে মারা গেছেন ২ জন। তারা উভয়েই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৮৬ জনে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২১ জনের। এতে করোনাক্রান্ত ৮৮ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১০.৭২ ভাগ। যা গেল অন্তত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।
শনাক্তকৃতদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলার ৭৯ জন রয়েছেন। বাকি ৯ জন হবিগঞ্জের।
গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮ জন করোনা রোগী। বর্তমানে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৩৩ জন।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৫ হাজার ৫৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১০৮ জন।