- জানুয়ারি ১৭, ২০২২
- বিজ্ঞপ্তি
- 488
নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও বিএনপি ফরেন এফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী
১৭ জানুয়ারী সোমবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
বিবৃতিতে বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘পুলিশ বাহিনী’ দিয়ে নিরপরাধ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ন্যক্কারজনক কাজ করেছে সরকার । তিনি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানান।
এই বর্বর হমলার’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে শাস্তি ও আহত নিরপরাধ শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি জানান।