• জানুয়ারি ২১, ২০২২
  • শীর্ষ খবর
  • 335
সিলেটে করোনা আক্রান্ত আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫

নিউজ ডেস্কঃ সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত এবার আরও দুজন মারা গেছেন। আর শনাক্তের সংখ্যা এখন ক্রমেই বাড়ছে। একদিনে ৪৪৫ জন করোনাক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনাক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। তারা উভয়ই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। মৃতদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জনসহ সিলেট জেলায় মারা গেছেন ৯৯৪ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৭৫ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

এদিকে, সিলেটে চব্বিশ ঘন্টায় ৪৪৫ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৮.৩৪ ভাগ!

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯৯ জন, সুনামগঞ্জের ২১ জন, মৌলভীবাজারের ৭৬ জন ও হবিগঞ্জের ৪৯ জন রয়েছেন।

বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৭ হাজার ১৪১ জন।

গত একদিনে করোনামুক্ত হয়েছেন ৬১ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ৩৪৯ জন।

বর্তমানে ৭৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।