• জানুয়ারি ২৪, ২০২২
  • লিড নিউস
  • 441
উপাচার্যের জন্য নেয়া খাবারসহ শিক্ষকদের ফেরত পাঠালো শিক্ষার্থীরা

নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে গত বুধবার বিকেল থেকে আমরণ অনশন কর্মসূচিও পালন করছেন কয়েকজন শিক্ষার্থী।

এছাড়াও মানবপ্রাচীর তৈরি করে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে উপাচার্যের বাসভবনে পুলিশ ও সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আন্দোলনকারীরা।

আন্দোলনের এ পর্যায়ে সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অনশনরতদের দেখতে যান শাবির শিক্ষকরা। পরে তারা উপাচার্যের জন্য শুকনো খাবার নিয়ে বাসভবনে ঢুকতে গেলে শিক্ষার্থীরা ফটকের সামনে শুয়ে পড়ে শিক্ষকদের পথ রোধ করেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। ‘উপাচার্য অসুস্থ’ এমনটি বলার পরও শিক্ষকদের ভিসি’র বাসভবনে ঢুকতে দেননি আন্দোলনরতরা।