• জানুয়ারি ২৫, ২০২২
  • লিড নিউস
  • 918
অনশন ভাঙার অনুরোধ নিয়ে শাবিতে জাফর ইকবাল

নিউজ ডেস্কঃ ভোর রাতে শাবি ক্যাম্পাসে পৌঁছান জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক। সেখানে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান সাবেক এই দুই অধ্যাপক।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গভীর রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী ইয়াসমিন হক।

তারা অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধও জানান।

ঢাকা থেকে রওনা দিয়ে মঙ্গলবার রাত ৩টা ৫৫ মিনিটে ক্যাম্পাসে পৌঁছান বিশ্ববিদ্যালয়টির সাবেক এই দুই অধ্যাপক।

সেখানে তারা কথা বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে। ক্যাম্পাসে থাকা অনশনকারী শিক্ষার্থীদের ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ-খবরও নিয়েছেন।