- জানুয়ারি ২৯, ২০২২
- শীর্ষ খবর
- 385
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার নগর গ্রামে শনিবার বেলা ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ওই গ্রামের করিম মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই গ্রামের মখলিছ মিয়া ও করিম মুন্সির মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে শনিবার দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গ্রাম থেকে পুলিশ চলে আসার পরই জমিতে কাজ করতে যান লুৎফুর রহমান। একই সঙ্গে কাজে যান মখলিছ মিয়ার ছেলে মাসুম মিয়া। এ সময় আবারও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও লুৎফুরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মাসুম ইট দিয়ে লুৎফুরের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লুৎফুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।’