• জানুয়ারি ২৯, ২০২২
  • শীর্ষ খবর
  • 393
মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নের গেইটঘর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এসআই মো. হারুনুর রশিদ বলেন, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মাধবপুর উপজেলায় শাহপুর এলাকায় যেতেই ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসআই আরও বলেন, পরিচয় শনাক্ত করতে জেলা সিআইডি পুলিশ নিহত নারীর আঙুলের ছাপ নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।