- ফেব্রুয়ারি ৪, ২০২২
- শীর্ষ খবর
- 302
নিউজ ডেস্কঃ সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হছে।মারা যাওয়া তিনজনই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট জেলার তিনজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এই সময়ে সিলেট বিভাগের ৩৩৪ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।
এর মধ্যে সিলেট জেলায় ১৯৭, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ৩৯ জন। এই ৩৮৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৪ হাজার ১৩। ৩৩৪ জনসহ সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৩৪৭ জন।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত করোনা থেকে সেরে ওঠেছেন ১১৩ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৮০২ জন।
এ পর্যন্ত মারা ১২০৬ জনের মধ্যে সিলেট জেলার ৮৯২, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।