- মার্চ ৭, ২০২২
- শীর্ষ খবর
- 452

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকায় মোটর সাইকেল চাপায় হোসাইন মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে দরিয়াপুর এলাকার আরঘন কোম্পানির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হোসাইন মিয়া ওই গ্রামের নুর আলম মিয়ার পুত্র। হোসাইন স্থানীয় হাই স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, হোসাইন মিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে আরঘন কোম্পানির সামনে পৌছলে হবিগঞ্জ শহরগামী একটি দ্রুতগতির মোটর সাইকেল নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হোসাইনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনসহ তার খেলার সাথীরা হাসপাতালে এসে ভীড় জমায়। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন।