- মার্চ ১০, ২০২২
- মৌলভীবাজার
- 434
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় গাড়ি চাপায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃ্হস্পতিবার (১০ মার্চ) সকালে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাব্বির তালিমপুর এলাকার আতাউর রহমানের ছেলে ও তালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃ্হস্পতিবার সকালে সাব্বির হোসেন মক্তব থেকে বাড়ি ফিরছিল। চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় বারইগ্রামগামী কালো রঙের একটি জিপগাড়ি দ্রুত গতিতে এসে সাব্বিরকে চাপা দিয়ে ফেলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছেলেটিকে ধাক্কা দিয়ে জিপগাড়ি চালক দ্রুত পালিয়েছে। লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ছেলেটির পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হবে।