• মার্চ ১৭, ২০২২
  • মৌলভীবাজার
  • 435
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে রাফিজ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৭মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের অদুরে ভাদাইর দেউল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিজ ওই এলাকার উত্তর ভাদাইর দেউল গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন যাওয়ার পথে কাটা পরে রাফিজ। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবগত করলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।

শমসেরনগর রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করেন।