• মার্চ ২৭, ২০২২
  • শীর্ষ খবর
  • 194
বানিয়াচংয়ে হত্যার অভিযোগে স্বামী-সতীন গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আছমা খাতুন (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে তার স্বামী ও সতীনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা তুলে না নেওয়ায় ওই নারীকে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত মমিন খার ছেলে আজম খান (৪৬) ও তার দ্বিতীয় স্ত্রী হুসনা আক্তার (৩৫)।

পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে আজম খানের সঙ্গে আছমা খাতুনের বিয়ে হয়। তিন বছর আগে হুসনাকে দ্বিতীয় বিয়ে করেন আজম। এরপরই সংসারে শুরু হয় অশান্তি। আছমা একটি মামলাও দায়ের করেন আজমের বিরুদ্ধে।

গত ২৪ মার্চ রাতে আজম ও তার দ্বিতীয় স্ত্রী হুসনা মিলে মামলা তুলে নেওয়ার জন্য আছমাকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে তারা দুইজন মিলে গলায় ওড়না পেঁচিয়ে আছমাকে হত্যা করেন।

পরে গত শনিবার রাতে আজম খান ও হুসানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়নাটি জব্দ করে তারা।

হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •