• মার্চ ৩১, ২০২২
  • শীর্ষ খবর
  • 129
হবিগঞ্জে আগুনে পুড়ল ৪ বসতঘর, ৫ ইজিবাইক

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন লেগে চারটি বসতঘর ও পাঁচটি ইজিবাইক পুড়ে গেছে।

আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার ফয়েজ আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, কৃষ্ণনগরে আবু ছালেকর বাড়িতে একটি ইজিবাইকের গ্যারেজ রয়েছে। সেখানে বেশ কয়েকটি ইজিবাইক চার্জ দেয়া হয়।

বুধবার রাতে গ্যারেজে হঠাৎ আগুন ধরে যায়। আগুন মুহূর্তেই পাশের চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন।

আগুনে আবু ছালেক মিয়া, রেজাউল মিয়া, আবু কালাম, ফরুক মিয়ার বসতঘর পুড়ে গেছে। এছাড়া গ্যারেজে থাকা পাঁচটি ইজিবাইকও পুড়ে যায়।

বানিয়াচং ফায়ার সার্ভিসের টিম লিডার ফয়েজ আহমেদ বলেন, ‘চারটি বসতঘরসহ পাঁচটি ইজিবাইক পুড়ে গেছে। কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করছি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •