- এপ্রিল ১০, ২০২২
- শীর্ষ খবর
- 227

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সেচ দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
রোববার দুপুরে উপজেলার সুজাতপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত তরুণের নাম মোশাহিদ মিয়া। তার বয়স ১৮ বছর। তিনি বানিয়াচং গ্রামের সবুর মিয়ার ছেলে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সবুর মিয়া ও গ্রামের কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের দোকান দেন। তিন দিন আগে দোকানের হিসাব নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
তিনি জানান, রোববার সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এ সময় কাদির মিয়ার লোকজন তাকে মারধর করেন। এ খবর সবুর মিয়ার লোকজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে টেঁটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
পলাশ রঞ্জন আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।