• এপ্রিল ১০, ২০২২
  • লিড নিউস
  • 370
সিলেটে কলেজছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে কলেজছাত্র সোহেল আমিন হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুননেছা এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জুবায়ের বখত জুবের জানান।

দণ্ডপ্রাপ্ত রফিক বকস (৪৫) উপজেলার সিলাম এলাকার মৃত তাছির বকসের ছেলে।

মামলার বরাত দিয়ে জুবায়ের বখত জানান, ২০১৩ সালের ২৭ জানুয়ারি দক্ষিণ সুরমার সিলাম এলাকায় মুরগি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন কলেজছাত্র সোহেল আমিন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কাইয়ুম ওই দিনই রফিক বকস ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

রায়ে বিচারক রফিককে মৃত্যুদণ্ড ছাড়াও তার স্ত্রী সাথী বেগমকে বেকসুর খালাস দেন আদালত। রফিককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান আইনজীবী।