- এপ্রিল ২৫, ২০২২
- লিড নিউস
- 356
নিউজ ডেস্কঃ রং নাম্বারে কল। অতঃপর প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে সিলেটের গোলাপগঞ্জের এক কিশোরী হয়েছিলেন ঘর ছাড়া। কথিত প্রেমিক তাকে ফুসলিয়ে নিয়ে যায় দিনাজপুরে। সেখানে রেখে সম্ভ্রমহানি ঘটায়।
সেই নিখোঁজ কিশোরীকে দিনাজপুর থেকে উদ্ধার করলো সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় হাসান আলী (২০) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হাসান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড়তি বাজারের কৃষ্ণপুর লাটেরহাট গ্রামের হজরত আলীর ছেলে।
পুলিশ জানায়, কিছুদিন আগে ওই কিশোরীর মোবাইলে রং নাম্বারে কল আসে। এরপর থেকে আস্তে আস্তে আলাপ। অপর প্রাপ্ত থেকে হাসান আলী কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায়ে হাসান সিলেটে আসে এবং গত ১৭ এপ্রিল কিশোরীকে নিয়ে পালিয়ে দিনাজপুরে চলে যান।
অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণের দায়ে গত ১৮ এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, সিলেটের গোলাপগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। আটক হাসানকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।