- এপ্রিল ২৬, ২০২২
- মৌলভীবাজার
- 822
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্য শূকরের আক্রমণে চন্দন বাউরি নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় লাছানা মান্দ্রাজি নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
আহত লাছানা এখন মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ওই উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে।
ক্রিয়েটিভ কনজারবেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে ফুলবাড়ি চা বাগানের শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সেখানের দুই দিকে নাইলন জালের বেড়া দেওয়া ছিল। হঠাৎ একটি বন্য শূকর ওই রাস্তায় চলে এলে পথচারীরা খুব আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এ কারণে শূকরটিও ভয় পেয়ে রাস্তা থেকে পালানোর জন্য প্রাণপণে ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে শূকরটি দুইজনকে কামড়িয়ে পালিয়ে যায়। এতে দুইজনের হাত, পা, কোমড়, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।
সেই শূকরটি বিশাল দেহের অধিকারি ছিল, তার ওজন হবে প্রায় ৮০ কেজির মতো বলে জানান ওই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।