- এপ্রিল ২৭, ২০২২
- শীর্ষ খবর
- 282
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীর নির্যাতনে হামিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
হামিদা বেগম ওই গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে সে পলাতক আছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে ইদ্রিছ তাঁর স্ত্রী হামিদাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ফয়েজ আহমদ আরও জানান, হামিদার পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া ইদ্রিছ আলীর পূর্বের স্ত্রীর তিনজন ছেলে রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।