- মে ১৩, ২০২২
- বিজ্ঞপ্তি
- 380
নিউজ ডেস্কঃ শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা কর্তৃক আয়োজিত শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মহোৎসবের পৌরহিত্য করার উদ্দেশ্যে আজ ১৪ মে শনিবার শ্রীমন্ নিত্যানন্দ বংশাবতংস পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহোদয় সিলেটে শুভাগমন করবেন।
আগামীকাল ১৫ মে ২০২২ ইং, রবিবার সন্ধ্যায় শ্রীশ্রী নৃসিংহ প্রভুর অভিষেক, বিশেষ পূজার্চ্চনা ও প্রহ্লাদাদির পূজা “মুক্তি স মিল”, ফরহাদখাঁর পুল, শিবগঞ্জ, সিলেটে অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ মে ২০২২ ইং, সোমবার হতে ২০ মে ২০২২ ইং, শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গারণ প্রভুপাদ শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশন করবেন।
এছাড়াও আগামী ১৫ মে ২০২২ ইং, রবিবার হতে ২১ মে ২০২২ ইং, শনিবার পর্যন্ত সিলেটে অবস্থানকালীন সময়ে প্রভুপাদ প্রতিদিন সকাল ১০ ঘটিকায় দীক্ষা প্রদান করবেন। দীক্ষা নিতে আগ্রহী ভক্তগণকে দীক্ষা ব্যবস্থাপক বনমালী দত্ত, মোবাইল নম্বর- ০১৭১৬২৯৫৫৩৫ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রভুপাদ এর সিলেট আগমন উপলক্ষে আয়োজিত সকল আয়োজনে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার পক্ষ হতে ভক্তবৃন্দকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।