- মে ২২, ২০২২
- শীর্ষ খবর
- 265
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্তদের ত্রাণসহায়তা না দিয়ে আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হলেও এ নিয়ে ক্ষমতাসীন সরকারের কোনো মাথাব্যথা নেই। মানবিক দৃষ্টিকোণ থেকেই বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে।
আজ রোববার বেলা একটায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন। দিনভর উপজেলার ছয় ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষকে ত্রাণ বিতরণ করে দলটি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, জেলা বিএনপির নেতা কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, গতকাল কোম্পানীগঞ্জে ত্রাণপ্রত্যাশী মানুষকে ত্রাণ দেওয়ার বিপরীতে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করেছে। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা-কর্মীরা ত্রাণ বিতরণের নামে ফটোসেশনে ব্যস্ত। বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করলেও এখনো দুর্ভোগ কমেনি। মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনের কোনো নজরদারি নেই। বন্যার্তদের সহায়তায় সরকারের তেমন কোনো তৎপরতা নেই। নামমাত্র ত্রাণ দিয়ে তারা বন্যার্ত মানুষের সঙ্গে প্রতারণা করছে।