• মে ৩১, ২০২২
  • শীর্ষ খবর
  • 309
দোয়ারাবাজারে পানিতে ডুবে ভাই-বোনের

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেলের দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে সোহান (৬) ও একই ইউনিয়নের বাশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা (৪)। শিশু দুইটি সম্পর্কে মাতাতো ভাই-বোন।

জানা গেছে, বিকেলে বাড়ির আঙিনায় খেলা করার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায় সোহান ও আফরোজা। পরে শিশু দু’টিকে অনেকটা সময় না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরটি থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।