• জুন ৪, ২০২২
  • শীর্ষ খবর
  • 184
সিলেটে বুস্টার ডোজ নিলেন ৩১২৪ জন

নিউজ ডেস্কঃ সিলেটে সপ্তাহব্যাপী শুরু হলো বুস্টার ডোজ ক্যাম্পেইন। শনিবার (০৪ জুন) প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন ৩ হাজার ১২৪ জন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন সকাল সাড়ে ৯টা থেকে সিসিক এলাকায় নির্ধারিত টিকা কেন্দ্রে ও কাউন্সিলরদের কার্যালয়ে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। দিনব্যাপী টিকা কার্যক্রমে মর্ডানার তৃতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮০ জন। এর মধ্যে পুরুষ এক হাজার ৫২০ এবং নারী এক হাজার ৫৬০ জন। পাশাপাশি ফাইজার তৃতীয় ডোজ নিয়েছেন ৪৪ জন। এর মধ্যে পুরুষ ২৪ ও নারী ২০ জন।

দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিদ্যমান থাকায় সপ্তাহব্যাপী চলা টিকা কার্যক্রম আগামী ১০ জুন পর্যন্ত চলবে। ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক যারা আগে দুই ডোজ টিকা নিয়েছেন এবং চার মাস পূর্ণ হয়েছে তারা টিকা নিতে পারবেন।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সকল নাগরিককে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তৃতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।