• জুন ৭, ২০২২
  • শীর্ষ খবর
  • 283
সীতাকুণ্ডে আহত হবিগঞ্জের দু’জনকে সহায়তা দেবে প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত হবিগঞ্জের বাহুবল উপজেলার দু’জনের পরিবারকে সরকারি সহায়তা দেবে হবিগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুন) এ তথ্য জানান হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান।

আহতরা হলেন- বাহুবল উপজেলার বালিছাপড়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে সুজন আহমেদ (১৯) ও একই উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাগেরখাল গ্রামের সেফু মিয়ার ছেলে আল-আমিন (২২)।

ডিসি ইশরাত জাহান জানান, আহত দু’জনকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হবে। আহত দু’জনের চিকিৎসার প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) চিকিৎসক মুকুট রায় জানান, আহত আল-আমিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নিয়ে রাখা হয়েছে।

তবে বিস্ফোরণের ঘটনায় সুজনের শরীরের কয়েকটি স্থানে সামান্য জখম হয়েছে। তার শরীরের কোথাও দগ্ধ হয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা বিপদমুক্ত প্রায়। বিস্ফোরণের শব্দে তার কানের কোনো সমস্যা হয়েছি কিনা, সেটি পরীক্ষা করে দেখে শিগগিরই হাসপাতাল থেকে তাকে বিদায় দেওয়া হবে।