• জুন ৯, ২০২২
  • জাতীয়
  • 341
বিএনপির কাছে বাজেটের গুরুত্ব নেই : মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির কাছে বাজেটের গুরুত্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৬ লাখ কোটি টাকার কত নাকি বাজেট দিয়েছে। তাদের (আওয়ামী লীগের) লক্ষ্য সেখান থেকে কত কোটি টাকা লুট করবে তার একটা হিসাব বের করে। সুতরাং এ বিষয়টা (বাজেট) আমার কাছে এতটুকু গুরুত্ব নেই।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে কাফরুল থানার বিএনপির ৪টি ওয়ার্ড কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি এর আগে বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছি, কমেন্ট করেছি। কিন্তু এবার বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না। আমি জানি না কোন বাজেটের প্রতিক্রিয়া দেব। কার বাজেট? কারা এই বাজেট করছে। যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার অধিকার নেই। যারা এই সমস্ত বাজেট তৈরি করে শুধু নিজেদের জন্য, কি করে ভবিষ্যতে আরও লুট করবে, তার একটা হিসাব তৈরি করে।