- জুন ১১, ২০২২
- বিজ্ঞপ্তি
- 421
নিউজ ডেস্কঃ সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কাহির চৌধুরীকে দেখতে ও তাঁর স্বার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার দুপুরে নগরীর আখালীয়াস্থ একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান তিনি।
আব্দুল কাহির চৌধুরী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানান রোগে ভোগছেন। এসময় মিফতাহ্ সিদ্দিকী তাঁর পরিবারের সদস্য ও চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন ও তার খোঁজ-খবর নিয়েছেন।
উল্লেখ্য, আবদুল কাহির চৌধুরী ১৯৯৬ সালের ফেব্রিয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ততকালীন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।