- জুন ১১, ২০২২
- শীর্ষ খবর
- 265
সুনামগঞ্জ প্রতিনিধিঃ গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিয়েছে। এতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি সংক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ শনিবার দুপুরে পৌর শহরের কামারখাল এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নেতা-কর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন। তবে মিছিলটি শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে আলফাত স্কয়ারের দিকে যেতে চাইলে কামারখাল এলাকায় পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, ‘বিএনপি গণমানুষের দল। আমরা মানুষের কষ্টের কথা বলছি। কিন্তু আমাদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না। শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ বাধা দিয়েছে। বাধা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
তবে জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানা পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, সদর থানা–পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিল। তবে পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয়নি। তাঁরা নিজেরাই সেখান থেকে সরে গেছে।
এর আগে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম বিপাকে আছে। সবকিছু মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অসহায়। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে। তাঁদের লুটপাটের কারণেই দেশের এই করুণ অবস্থা। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সহসভাপতি নাদীর আহমদ, মল্লিক মইন উদ্দিন আহমদ, আবুল মনসুর মো. শওকত, মো. শেরেনূর আলী, আ ত ম মিসবাহ, রেজাউল হক, আনসার উদ্দিন প্রমুখ।